খবর৭১ঃ
মহামারি করোনাভাইরাসে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৮৫ জনের শরীরে।
দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩১ জন। আর মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৭১০ জন।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ৩৭টি নমুনা পরীক্ষা করে ৩৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ।
গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ৪১৭ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। তাদের একজন ঢাকা বিভাগের, একজন রাজশাহী বিভাগের এবং একজন খুলনা বিভাগের।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। ইতিমধ্যে দুই দিন কেটেছে মৃত্যুহীন।