মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
সৈয়দপুর থানা পুলিশ পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
গত শনিবার ও গতকাল রবিবার শহরের পাঁচমাথা মোড় ও কাজীহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃতরা হলো কাজীহাট মহল্লার মৃত আমিন আলীর পুত্র জাবেদ আলী (৪০) ও পুরাতন বাবুপাড়ার মৃত তাজির হোসেনের পুত্র হোসেন আলী ওরফে মনি (৪৫)। তার দীর্ঘদিন ধরে পলাতক ছিল।পুলিশ জানায়, গত ২০১৮ সালে আসামি জাবেদের বিরুদ্ধে নীলফামারী আদালতে চেক সংক্রান্ত ও ২০১৭ সালে হোসেন আলী ওরফে মনি’র বিরুদ্ধে মাদক সংক্রান্ত আইনে মামলা হয়। পরে আসামিরা ওইসব মামলায় জামিন নেয়ার পর থেকে মামলার রায় পর্যন্ত অনুপস্থিত ছিল। ফলে বাদি ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শেষে নীলফামারী জেলা যুগ্ম জজের আদালতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। পরে রায়ের দিন নির্ধারণ করেন আদালত। সম্প্রতি আদালতের বিজ্ঞ বিচারক আসামিদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন। এতে চেক সংক্রান্ত মামলায় আদালত আসামি জাবেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকে উল্লিখিত ১ লাখ ১৫ হাজার ৭৬ টাকা জরিমানা আদায়ের রায় ঘোষণা করেন। অপরদিকে মাদক মামলায় আসামি হোসেন আলী ওরফে মনি’র বিরুদ্ধে ২ বছর বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড প্রদান করেন আদালত। থানার অফিসার মো. আবুল হাসনাত খান জানান, আদালত থেকে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এলে পুলিশ তাদের ধরতে অভিযান চালায়। এরই অংশ হিসেবে গত শনিবার ও গতকাল রবিবার থানার উপ-পরিদর্শক মো.সাহিদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স শহরের পাঁচমাথা মোড় ও কাজীহাট এলাকা থেকে পলাতক ওই দুই আসামিকে গ্রেফতার করে।