দেশের উন্নয়ন করতে সকলের কাজ করতে হবে- পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

0
489

খবর ৭১: ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে আমরা বিশ্বের বুঁকে বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিতি লাভ করতাম না, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াতে পারতাম না। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, তিনি কখনো চাইবেন না কোন লোক বা প্রতিষ্ঠান টাকার অভাবে ভোগেন। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চান দেশের উন্নয়ন যা করতে হলে সকলের কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।”

রোববার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় বরিশাল শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক, এমপি এসব কথা বলেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক প্রশ্ন তুলে আরও বলেন, ‘আগের কোন সরকার আপনাদের কোন দাবি দাওয়া কি মেনেছিলো?কিন্তু এই সরকারই কিন্তু আপনাদের দাবি মেনেছেন, বেতন বাড়িয়েছেন এবং শিক্ষকদের বেতনের তারতম্যের বিষয়ে সরকার ওয়াকিবহাল রয়েছেন। আপনাদের মনে রাখতে হবে এই সরকার গত ১০-১২ বছরে দক্ষিনাঞ্চলসহ দেশের যে উন্নয়ন করেছে তা আগের কেউ করেনি। ‘

স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের সমন্বয়কারী আলহাজ্ব হাফেজ কাজী ফয়জুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, ঢাকা আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ এয়াকুব হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, স্বতন্ত্র ইবতাদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের মুখপাত্র জয়নাল আবেদীন জিহাদী, মোঃ শামছুল আলম প্রমুখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here