পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা প্রতিবেশীদের বাড়ী-ঘর ভাংচুর ও গাছ-পালা কেটে ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার আলমতলা গ্রামের মৃত নূর মোহাম্মদ সরদারের ছেলে লোকমান সরদার, আব্দুল মাজেদ, গফফার সরদার ও আব্দুর রহমান গংদের সাথে জায়গা জমি নিয়ে একই এলাকার মৃত অহেদ আলী সরদারের ছেলে আব্দুল মজিদ সরদার গংদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। মাজেদ, লোকমান ও গফফার সরদার, চাচা মানিক সরদারের নিকট থেকে ২০১৮ সালে কোবলা দলিল মুলে বসতবাড়ীর ১১ শতক জমি খরিদ করে বসতবাড়ী নির্মাণ ও গাছ-পালা লাগিয়ে দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। চলতি বছর জুলাই মাসে মানিক সরদার মারা গেলে আব্দুল মজিদ সরদার ২০০৯ সালের ৮ শতক জমির একটি দানপত্র দলিল দেখিয়ে উক্ত সম্পত্তি দাবী করে আসছে। এ নিয়ে থানায় দু’পক্ষের উপস্থিতিতে শালিশী বৈঠক হয়। বৈঠকে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় থানা পুলিশের পক্ষ থেকে উভয় পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে আদালতে যাওয়ার পরামর্শ দেয়। থানা পুলিশের এ নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষ মজিদ গংরা নালিশী সম্পত্তিতে গিয়ে বাড়ী ঘর ভাংচুর ও গাছ-পালা কেটে ক্ষতিসাধন করে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা সুখজান বিবি ও শামিমা ইয়াসমিনকে মারপিট করে। পরে বিষয়টি আবারও থানা পুলিশ পর্যন্ত গড়ালে বিষয়টি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ইউপি সদস্য শরিফুল ইসলাম লিটনের উপর দায়িত্ব দেওয়া হয়। এ ব্যাপারে আব্দুর রহমান জানান, প্রতিপক্ষরা আমার পৈত্রিক সম্পত্তির উপর বাড়ি-ঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতি করেছে। মজিদ সরদার একজন মামলাবাজ লোক। সে দীর্ঘদিন মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে। আমরা যাতে নালিশী সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি এ জন্য প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।