তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরা তালা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে তালা হাসপাতাল ক্যাম্পাসে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার জানান,আজ শনিবার থেকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উক্ত বয়য়ী সব শিশুকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়।