খবর৭১ঃ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের যে কোনো স্থানে খালেদা জিয়া চিকিৎসা নিতে পারেন। তবে বিদেশে যেতে চাইলে তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া চাইলে চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনতে পারবেন। প্রয়োজন হলে তার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে।
মন্ত্রী সোমবার পদ্মায় ঢাকায় বিদেশি কূটনীতিকদের সমসাময়িক নানা বিষয়ে ব্রিফ করেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কথা বলেন তিনি।