তৃতীয় দিন শেষে ৮৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ

0
276

খবর ৭১: আগের দুদিনের তুলনায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারী পূর্ণতা পায়নি। প্রতিদিন পাঁচ হারাজ টিকিট বিক্রি হলেও চটগ্রাম টেস্টের তৃতীয় দিন সব মিলিয়ে হাজার দেড়েক দর্শকের বেশি হওয়ার কথা নয়। দিনের প্রথম দুই সেশনে সংখ্যাটা আরো কম ছিল। সমর্থক কম থাকলেও মুমিনুল হকের দলকে উৎসাহিত করতে গোটা স্টেডিয়ামে কম্পন উঠে বাংলাদেশ-বাংলাদেশ ধ্বনিতে। শেষ বিকেলে এসে ক্রমশ মিলিয়ে গেল সেই আওয়াজ।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন প্রথম দুই সেশন প্রতিপক্ষ পাকিস্তানের ১০ উইকেট তুলে নিয়ে অলআউট করে বাংলাদেশ দল। ১৪৬ রানে কোন উইকেট না হারানো দলটি ২৮৬ রান তুলতেই গুটিয়ে যায়। মাঠে যেমন টাইগাররা লড়েছেন, গ্যালারিতে গলা ফাটিয়েছেন সমর্থকরা। তবে তৃতীয় ও শেষ সেশনে এসে স্বাগতিক ব্যাটসম্যানদের হতশ্রী ব্যাটিং প্রদর্শনী। নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসানের ব্যাটিংয়ের কৌশল হতাশ করেছে সাগরিকার দর্শকদের।

প্রথম ইনিংসে ৩৩০ রান তোলা বাংলাদেশ তাইজুল ইসলামের ৭ উইকেটের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সফরকারীদের আটকে দেয় ২৮৬ রানে। এতে দ্বিতীয় ইনিংসে ৪৪ রানের লিড পায় লাল-সবুজের প্রতিনিধিরা। তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদি, হাসান আলিদের আগুনে বোলিং খেই হারাল বাংলাদেশ দলের টপ অর্ডার। অসহায় আত্মসমর্পণে ২৫ রান তুলতেই নেই ৪ উইকেট।

যদিও এদিন দলকে আর বিপদে পড়তে দেননি মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি। তৃতীয় দিনে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৯ রান তুলেছে বাংলাদেশ দল। সম মিলিয়ে ৮৩ রানের লিড টাইগারদের। হাতে ৬ উইকেট নিয়ে আগামীকাল (সোমবার) মুশফিক ১২ ও রাব্বি ৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here