সৈয়দপুর প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা। গতকাল শুক্রবার রাতে সৈয়দপুর শহরের মুন্সিপাড়া দর্মাপট্টি এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. ওয়াকাছকে (২৪) গ্রেফতার করা হয়। পরে তাকে সৈয়দপুর থানা পুলিশে সোর্পদ করা হয়। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ওয়াকাছ মুন্সিপাড়া এলাকার মো. উকিলের ছেলে বলে জানা গেছে।
র্যাব-১৩ নীলফামারী সিপিসি
-২ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে মাদক ব্যবসায়ী ওয়াকাছ প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলে
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।