পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
338
মুরাদনগরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে শিশু আব্দুল আলিম (৬) এর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বাদুড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। শিশু আব্দুল আলিম উপজেলার বাদুড়িয়া গ্রামের সামাদ সানার ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার আনুমানিক সকাল সাড়ে ৮ টার দিকে জনৈক এক ব্যক্তি বাড়ির নারকেল গাছ ঝুড়ছিল । এ সময় নারকেল ও পাতা পাশের পুকুরের পানিতে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয়ারা ধারণা করছেন ওই নারকেল পুকুর থেকে উঠাতে গিয়ে শিশুটি পানিতে ডুবে যেতে পারে। পরে শিশু আলিমের মা সম্ভাব্য সকল জায়গায় বহু খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে পড়ে থাকতে পারে ধারণা করে নিজেই পুকুরে নেমে খুঁজতে থাকে। এরপর মায়ের পায়ে শিশুটির শরীরের স্পর্শ আঁচ করতে পেরে চিৎকার দিলে আশ-পাশের লোকজন জড়ো হয়ে পুকুরের পানিতে নেমে মৃতদেহ উদ্ধার করেছে। সর্বশেষ হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here