খবর৭১ঃ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট হাতে নামবে বাংলাদেশ।
এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানো স্বপ্ন বুনছে বাংলাদেশ। বিশ্বকাপের ব্যর্থ মিশনের দুঃস্মৃতি ঢাকতে চান মাহমুদউল্লাহ।
সে হিসেবে মিরপুরে আজ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি টিম টাইগার।
আর এ চ্যালেঞ্জ বেশ কঠিনই বটে। কারণ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি দুই মেরুতে ছিল বাংলাদেশ ও পাকিস্তান।
বিশ্বকাপে পাকিস্তান দল ছিল অপ্রতিরোধ্য, দুর্দান্ত। সুপার টুয়েলভে সব ম্যাচ জিতে সেমিফাইনাল খেলেছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই ভরাডুবি।