খবর৭১ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ পরিবহণের একটি বাস গোবিন্দগঞ্জের কালিতলা এলাকায় একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।