ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সঙ্গে ডিসি-এসপি’র মতবিনিময়

0
232

ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মোঃ মোফাজ্জল হোসেনঃ
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান ্অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। প্রধান অতিথির বক্তবে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, “নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধ পরিকর। আপনারা যারা প্রার্থী আছেন, তারা নির্বাচন আচরণ বিধি যথাযথ ভাবে মেনে চলুন। নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার মানসিকতা তৈরি করুন। নির্বাচন অনুষ্ঠিত হবার ৪৮ ঘন্টা আগে এবং নির্বাচন অনুষ্ঠিত হবার ৪৮ ঘন্টা পর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)। তিনি তার বক্তব্যে বলেন, “নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের পাশাপাশি র‍্যাব, বর্ডারগার্ড, আনসার নিয়োজিত থাকবে। পাশাপাশি বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবারের নির্বাচন সারা দেশে রোল মডেল হবে।মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-রিটানিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দিন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব, ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সহকারী রিটানিং কর্মকর্তা শাহজাহান মানিক ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, পিপিএম (সেবা)। এর পুর্বে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here