বাগেরহাটে মহিলা আওয়ামী লীগের কর্মী সভা

0
271

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের শালতলাস্থ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বীরমুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।
বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথের সভাপতিত্বে কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, সহ-সভাপতি কোহিনুর হোসেন খান, যুগ্ন সাধারণ সম্পাদক শিরিন রুখসানা, মিনা মালেক, সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, ঝর্ণা বাড়ই, সুরাইয়া বেগম ইভা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আফরোজা হাসমত, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাবিয়াহ সেতু, সদস্য কনা জব্বার, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফা খাতুন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রিনা সুলতানা, তানিয়া খাতুন, আসসমা আজাদ, সাদিয়া আফরোজ প্রমুখ।
কর্মী সভায় বাগেরহাট জেলা ও ৯টি উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here