পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ । উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর কমিশনার এসএম ইমদাদুল হক, হাবিবুর রহমান হাবিব, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল আবুল হোসেন,আবু মুসা,মেছের আলী সানা, আনারুল কাদির, শেখ ইকবাল হোসেন, শহিদুল রহমান, আমিনুর রহমান, শাহআলম, আব্দুল্লাহ,মামুন ইসলাম, সবুজ সরদার প্রমুখ।