৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা চলছে

0
248

খবর৭১ঃ ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে। আট বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়েছে, চলবে দুপুর ১২টা পর্যন্ত।

পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৮১৪টি পদের জন্য আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি।

সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১ হাজার ৮১৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

করোনাকালে পরীক্ষা নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে পিএসসি। পরীক্ষার্থীরা স্বাস্থ্যগতভাবে সচেতন থাকেন ও মাস্ক পরিধান করেন, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here