শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল সীমান্তের কাগজপুকুর এলাকা থেকে ৮৮ বোতল ফেন্সিডিলসহ জাকারিয়া(২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন পোর্ট থানা পুলিশ। বুধবার বেলা ১টার দিকে যশোর-বেনাপোল সড়কের কাগজপুকুর বাজারস্থ যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাকারিয়া যশোর জেলার বাঘারপাড়া থানার দাদপুর গ্রামের মোকাদ্দাস মোল্লার ছেলে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ জানান, অফিসার ইনচার্জ(ওসি) মামুন খানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মুরাদ শেখ ও ফোর্সসহ কাগজপুকুর বাজারে যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর হতে (অভিনব কায়দায় প্লাস্টিকের ড্রামের ভিতর লোকানো) ৮৮ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে, তাকে থানায় নিয়ে এসে তার নামে মাদক মামলা রুজু করা হয়। যার নং-২২, তারিখ-২৭ অক্টোবর-২০২১। বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হবে।