মানিকগঞ্জ: ১৭টি ট্রাক নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে শাহআমানত নামে একটি ফেরি এক পাশে কাঁত হয়ে ডুবে গেছে বলে জানা গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ৯টা ৩৪ মিনিটে ফেরিটি ডুবে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, তাদের দুটি টিম উদ্ধার কাজ করছে। ঢাকা থেকে আরও দুটি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তিনি জানান, ইতোমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট। উদ্ধারকারী জাহাজ হামজাও পাটুরিয়ায় পৌঁছেছে।
বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি পাটুরিয়া পৌঁছানোর পরপরই দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিআইডব্লিউটিসির উর্ধ্বতন কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ১৭টি ট্রাকসহ বেশ কিছু যাত্রী ছিলেন। দুই/তিনটি ট্রাক ফেরি থেকে নামার পরপরই ফেরিটি কাঁত হয়ে ডুবে যাওয়া শুরু করে।
তিনি বলেন, আমরা উদ্ধারকাজ পরিচালনা করছি। আটকে পড়াদের জীবিত উদ্ধার করায় আমাদের প্রথম লক্ষ্য।
ফেরিতে থাকা একজন মোটরসাইকেল আরোহী দাবি করেন, ভেতরে বেশকিছু লোক রয়েছে। উনি নিজেও কোনোরকমে বেঁচে গেছেন। তবে এ পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।