খবর৭১ঃ আজারবাইজানে বিমানবন্দর উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে যৌথভাবে তিনি ওই বিমানবন্দর উদ্বোধন করেন। খবর ডেইলি সাবাহর।
খবরে বলা হয়, আজারবাইজানের ফুজুলি শহরের ওই আন্তর্জাতিক বিমানবন্দরটির নির্মাণ কাজ ৮ মাসে সম্পন্ন হয়। আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে বিজয়ী হওয়ার পর নির্মিত হওয়া প্রথম বিমানবন্দর এটি।
এএফপির খবরে বলা হয়, আর্মেনিয়ার ফুজুলি শহরে এরদোগানই প্রথম বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান হিসেবে এসেছেন।
গত ১২ জানুয়ারি আজারবাইজানের প্রেসিডেন্ট এলিয়েভ বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আন্তর্জাতিক মান বজায় রেখে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। গত ২২ আগস্ট প্রথমবারের মতো পরীক্ষামূলক বিমান উড্ডয়ন করা হয়।