সিয়ামের পারিশ্রমিক মাত্র ১০০১ টাকা!

0
265

খবর৭১ঃ ঢালিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ২০১৮ সালে তার অভিষেক হয়। এরই মধ্যে ‘পোড়ামন টু’, ‘দহন’, ‘ফাগুন হাওয়ায়’, ‘বিশ্বসুন্দরী’সহ বেশি কয়েক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা তিনি উপহার দিয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’সহ বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা।

পারিশ্রমিকের দিক থেকেও অন্যদের থেকে বেশ এগিয়ে এই নায়ক। সেই সিয়ামই কিনা তার পরবর্তী সিনেমার জন্য মাত্র ১০০১ টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তাও জাজ মাল্টিমিডিয়ার মতো বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। বুধবার এই প্রতিষ্ঠানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সিয়ামের ছবিসহ একটি পোস্ট দিয়ে এমনটাই জানানো হয়েছে। ওই পোস্ট থেকে জানা যায়, সিনেমাটির নাম ‘রাস্তা’। পরিচালক রায়হান রাফি।

জাজের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘পোড়ামন টু’ ও ‘দহন’ টিম আবার একসঙ্গে। সিনেমাঃ- ‘রাস্তা’ নিয়ে। জাজের ব্যবসা সফল দুই সিনেমা ‘পোড়ামন টু’ ও ‘দহন’ টিম। মানে জাজ, রায়হান রাফি ও সিয়াম আহমেদ আবার একসঙ্গে। অবশ্য ওই দুইটা সিনেমাতে পূজা চেরি ছিল। কিন্তু জাজের এই নতুন সিনেমাতে পূজা নেই, আসছে নতুন মুখ।’

আরও লেখা হয়েছে, ‘সিয়াম প্রতি সিনেমাতে সন্মানি নেযন ১৫-২০ লাখ টাকা। কিন্তু জাজের ছেলে সিয়াম ‘রাস্তা’ সিনেমা বাবদ নিয়েছে ১,০০১ টাকা মাত্র। যেখানে জাজের অনেক ছেলে মেয়েরা আগেই জিজ্ঞাসা করে কত টাকা দেবেন ওই সিনেমার/ওয়েব সিরিজের জন্য (নুসরাত ফারিয়া ছাড়া)। এটা সিয়ামের প্রতিদান নাকি ভালোবাসা! না জাজের প্রতি সন্মান জানি না। তবে আমরা মন থেকে দোয়া করি সিয়ামের জন্য, যেন বিধাতার সকল করুণা ধারা তার উপর বর্ষণ করেন। ভালো থাকুক সিয়াম, ভালো থাকুন আপনারা।’

যে ঘর থেকে সিনেমার নায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন, যে টিমের সঙ্গে হেটে হেটে সিনেমা হল হয়ে দর্শকদের হৃদয়ে পৌছে গিয়েছেন সেই জাজ মাল্টিমিডিয়া ও ‘পোড়ামন ২’ ও ‘দহন’ টিমের প্রতি এই ভালোবাসা প্রকাশ তার। জাজের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়ে পারিশ্রমিক নিচ্ছেন মাত্র ১ হাজার এক টাকা।

এ প্রসঙ্গে সিয়াম বলেছেন, ‘আমার এই টিম আমাকে অনেক কিছুই দিয়েছে। পরপর ভালো দুটি ছবি, প্রোপার প্রমোশন। শুরুতে আমার যা যা দরকার ছিল, টিম সেটা দিয়েছে। তাহলে আজ যখন সেই টিম আমাকে একটা কাজের জন্য চায়, সে জায়গায় তাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার নূন্যতম অপশন থাকে, আমি সেটা অবশ্যই করবো। এটা আমার পক্ষ থেকে টিমের জন্য, জাজের জন্য, আজিজ ভাইয়ের জন্য, রাফির জন্য ভালোবাসা।’

সিয়াম আরও বলেন, ‘আমি এই সিনেমার জন্য পারিশ্রমিক নিতেই চাইনি। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে রেম্যুনারেশন ছাড়া চুক্তি হবে না। তাই যেটা না নিলেই নয়, সেটাই নিচ্ছি।’

এর আগে নির্মাতা রায়হান রাফি ও সিয়াম আহমেদ জুটি বেঁধে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘পোড়ামন টু’ ও ‘দহন’ সিনেমায় কাজ করেছেন। জাজের ব্যানারে নির্মিত হয়েছি সিনেমা দুটি। দুটিতেই নায়িকা ছিলেন পূজা চেরি। মাঝে সিনেমা নির্মাণে বিরতি দেয় জাজ মাল্টিমিডিয়া। ‘রাস্তা’র মাধ্যমে দীর্ঘদিন পর নতুন সিনেমা নির্মাণে হাত দিচ্ছে প্রতিষ্ঠানটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here