মদনে বিদ্যুৎপৃষ্টে অটো বাইক চালকের মৃত্যু

0
245

আব্দুল আওয়াল, মদন থেকেঃ নেত্রকোনার মদনে বিদ্যুৎপৃষ্টে অন্তর (১৪) নামে এক অটো বাইক চালকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের রাজদেওতলা গ্রামে এ ঘটনা ঘটে। অন্তর মিজান মিয়ার ছেলে । তার লাশ পুলিশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
পারিবারিক ও থানা সূত্রে জানা যায়,অটো বাইক চালক অন্তর প্রতি দিনের ন্যায় নিজ বসত ঘরের সামনের লাইন থেকে তার অটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সে মারা যায়।

তবে পরিবারের সদস্য নানা বাবুল মিয়ার দাবি, আমার নাতি অটোচালক অন্তরকে পাশের বাড়ির, আন্নর আলী, মস্তু পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে ধাক্কা দিয়ে অটোতে ফেলে দেয়। এ সময় চার্জের তার ছিড়ে গিয়ে অন্তর বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। বাকী ৮/১০জন পালিয়ে যায়। আমি এ নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব।

আন্নর আলীর মোবাইল ফোনে বার বার ফোন করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here