কালীগঞ্জের ধানক্ষেতে মিললো নিখোঁজ ইজিবাইক চালক লাশ

0
255

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের যাত্রীছাউনীর পাশের ধান ক্ষেত থেকে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক ইকরামুলের লাশ অর্ধ গলিত অবস্থায় উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সকালে ওই গ্রামের কৃষক আব্দুস ছাত্তার তার জমিতে গেলে একটি লাশ দেখতে পাই। সেসময় স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। পরে স্থানীয় কোলা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়।
কোলা ক্যাম্পের এএসআই সামছুল আলম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে আসি। পরে এঘটনা জানাজানি হলে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে ইকরামুলের লাশ বলে সনাক্ত করেন তার বড় ভাই রুহুল আমিন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, লাশটি সনাক্ত হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ইং ১২ অক্টোবর মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় নিজ গ্রাম তেতুলবাড়িয়া থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে ইকরামুল ইজিবাইক নিয়ে রওনা হয়। পরদিন ১৩ অক্টোবর নিহতের ভাই রবিউল ইসলাম ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here