শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সংগঠিত সাম্প্রদায়িক সন্ত্রাস’র বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে বেনাপোল পৌর আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
মঙ্গলবার বেলা ১১ টার সময় বেনাপোলের ছোটআচড়া মোড়ে অবস্থিত আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় হতে এক শান্তি শোভাযাত্রা বের হয়ে এশিয়ান হাইওয়ের পিঁচঢালা রাস্তা দিয়ে বেনাপোল বাজার এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।
বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবল হোসেন রাসেল, বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্ম সস্পাদক আরিফুজ্জামান ভাদু, প্রচার সম্পাদক আকবার আলী, যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, আওয়ামীলীগ নেতা আলহাজ¦ মজনুর রহমান, সুলতান আহমেদ বাবু মেম্বর, বেনাপোল ইউনিয়ন যুবলীগের সভাপতি তুহিন, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুফিকার আলী মন্টু, সাধারন সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি আল মামুন, সাধারন সম্পাদক তৌহিদুর রহমান, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫’র সভাপতি রাজু আহমেদ, ৮৯১’র সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানে, যুবলীগ নেতা সুমন, জয়নাল আবেদীন, আব্দুল মালেক, বাচ্চু হাওলাদারসহ পৌর আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উক্ত সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন বেনাপোল পূজা পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল বিশ^াষ, হিন্দু মহাজোট কমিটির অর্থ সম্পাদক কানাই বিশ^াষ, আইন বিষয়ক সম্পাদক জনি লাল বিশ^াষসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা।