খবর৭১ঃ ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইতালির রাজধানী রোমে। তিনটি শ্রমিক ফেডারেশনের ডাকে শনিবার এ বিক্ষোভে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নামে দুই লাখের বেশি মানুষ। শ্রমিক ফেডারেশনের অফিসে হামলার বিরুদ্ধে অংশ নেন বিক্ষোভকারীরা।
স্থানীয় সময় শনিবার রোমের সানজুবানীর চত্বরে একে একে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। সময় গড়ানোর সাথে সাথে জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। ফ্যাসিবাদবিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।
গ্রিন পাস বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদী রাজনৈতিক দল ফরছা নোভার নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
এক বিক্ষোভকারী বলেন, আমাদের সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তা কখনোই ঘটেনি। গণতান্ত্রিক দেশে এ ধরনের ফ্যাসিবাদী হামলা মেনে নেওয়া যায় না।
আমাদের গণতন্ত্র সংবিধান এবং মানুষের মৌলিক অধিকার ধ্বংস করার পাঁয়তারা হিসেবেই দেখছি আমরা এ হামলাকে।
প্রথম বিশ্বযুদ্ধের আগে ইতালিতে ফ্যাসিবাদের উৎপত্তি এবং প্রচলন শুরু হয়। বেনিতো মুসোলিনি এ ফ্যাসিবাদের মতাদর্শ ও আন্দোলনের সূচনা করেন।