খবর৭১ঃ দেশে ডেঙ্গু জ্বরে আরও দুই শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ২০১ জন।
রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১৪০ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছে ৮৪৪ জন।
এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৬৫১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৯৩ জন ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৮৩ জন।