নড়াইলে নারীসহ দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

0
254

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে মাদক মামলায় নারীসহ দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। দুই মাদক কারবারি পলাতক আছে।
এরা হলেন-নড়াইল সদরের চিলগাছা রঘুনাথপুর গ্রামের মৃত মোস্ত কাজীর স্ত্রী মুক্তা বেগম ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট সিলটা গ্রামের আইয়ুব মোল্যার ছেলে বারিক মোল্যা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৭ আগস্ট নড়াইলের রঘুনাথপুর গ্রামের মুক্তা বেগমের বসতবাড়ি থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।
এদিকে ২০১২ সালের ১৯ জানুয়ারি নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের আবদুল হাই শেখের ভাড়াটিয়া বারিক মোল্যার বাসা থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। দুইজনকে গ্রেফতারের পর এই সাজা কার্যকর হবে বলে আদেশ দেন বিজ্ঞ বিচারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here