শ্রীলংকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
562

খবর৭১ঃ মাত্র ৫ দিন পর ১৭ অক্টোবর শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। তার আগে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ। দুই দলেরই এটি প্রথম প্রস্তুতি ম্যাচ।

প্রথম প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের আজকের অধিনায়ক লিটন দাস। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না মূল অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

এর আগে ওমানের বিরুদ্ধে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

শ্রীলংকা একাদশ : ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, কুশল পেরেরা (উইকেটরক্ষক), অভিষকা ফার্নান্দো, দুশমন্থ চামিরা, মাহিষ থিকশানা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, পাথুম নিসাঙ্কা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here