মিজানুর রহমান মিলন, সৈয়দপুর :
গ্রাহকদের হয়রানিরোধ ও বিদ্যুৎ ব্যবহার সহজলভ্য করতে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) সারাদেশের মত সৈয়দপুরেও স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বিষয়টি জানান দিতে ও মিটার স্থাপনে সহযোগিতা
প্রদানে জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেছে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) আজ রবিবার সকালে সৈয়দপুর বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন ও বিদ্যুৎ ব্যবহারে সুফল বিষয়ে বিভিন্ন চিত্র তুলে ধরে জনপ্রতিনিধিদের অবহিত করেন নেসকো’র রংপুর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুর রশিদ,
নেসকো’র স্মার্ট প্রি- -পেইড মিটার প্রকল্পের (রাজশাহী প্রকল্প বিভাগ-২) নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান দেওয়ান। এসময় স্মার্ট প্রি পেইড মিটার বিষয়ে ধারণা নেয়াসহ বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন হয়রানী সম্পর্কে বক্তব্য বলেন সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র মো. শাহীন হোসেন, পৌর কাউন্সিলর যথাক্রমে শাহীন আকতার শাহীন, কাজী মনোয়ার হোসেন হায়দার,
জোবায়দুর রহমান শাহীন, এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দ মঞ্জুর আলম, আনোয়ারুল ইসলাম মানিক,ফরহাদ হোসেন, নজরুল ইসলাম রয়েল, আব্দুল খালেক সাবু,
বেলাল হোসেন,মোহাম্মদ আলী সংরক্ষিত আসনের কাউন্সিলর সাবিয়া সুলতানা,
ইয়াসমীন পারভীন, মোছা. রুবিনা,অাফরোজা ইয়াসমিন, নেসকো’র স্মার্ট প্রি পেইড মিটার মার্কেটিং প্রকল্পের উপ সহকারি প্রকৌশলী মো. শামীম
হোসেন,মো. আ. সেলিম জুয়েলসহ নেসকোর বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় কেন্দ্রের স্থানীয় কর্মকর্তা ছাড়াও এবং সাংবাদিকবৃন্দ। মতবিনিময় কালে নেসকোর কর্মকর্তাবৃন্দ জনপ্রতিনিধিদের কাছ থেকে উঠে আসা বিভিন্ন সমস্যার কথা শুনে তা শিগগির সমাধানের আশ্বাস দেন। এসময় স্মার্ট প্রি পেইড মিটার স্থাপনের বিষয়টি গ্রাহকদের মাঝে ছড়িয়ে দেয়াসহ জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
মিজানুর রহমান মিলন সৈয়দপুর প্রতিনিধি
তারিখ-১০-১০-২০২১ইং
মোবাইল -০১৯১৬৫৬৬৫০২