শেখ হাসিনা গরীব দু:খী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

0
345

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর-শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান বলেছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠিকানা বাংলাদেশ। শেখ হাসিনা গরীব দু:খী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন আমরা স্বাধীন দেশে বসবাস করছি। কেউ যদি বাংলাদেশের ক্ষতি করতে চায় তাদের ছাড় দেয়া হবেনা। মাদ্রাসায় আইসিটি ভবন নির্মান করে দেয়ায় গীতি কবি সৈয়দ দুলালকে অভিনন্দন জানান।

আজ শনিবার সকাল ১১টায় সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসায় নব-নির্মিত সৈয়দ দুলাল আইসিটি ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।
সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার প্রভাষক নিজাম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভবন দাতা সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য যুক্তরাজ্য প্রবাসী গীতিকবি সৈয়দ দুলাল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সিলেট ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মঈনূল ইসলাম পারভেজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ। অনুষ্ঠানের পূর্বে ১৬ লাখ টাকা ব্যায়ে নব-নির্মিত সৈয়দ দুলাল আইসিটি ভবনের ফলক উম্মোচন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জয়দা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মখছুছুল করীম চৌধুরী, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ অ্যডভোকেট আব্দুর রহমান, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা নূরুন নাহার, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী, সৈয়দপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ সৈয়দ মদছির আলী, মাদরাসা গভর্ণিং বডির সদস্য আলহাজ সৈয়দ নূরুল ইসলাম, বিশিষ্ট মূরুব্বী আলহাজ সৈয়দ হাবিবুর রহমান, আলহাজ সৈয়দ নূরুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বী আলহাজ মোঃ আব্দুল কাইয়ুম, প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়াসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে মাদ্রাসার পক্ষ থেকে প্রধান অতিথি সহ অতিথিদেরকে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here