পরীক্ষা আজ, ঢাবির ‘খ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ২০ জন

0
830

খবর৭১ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শনিবার। এদিন ঢাকা ও সাত বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যালয়ের তথ্য অনুযায়ী, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে আবেদন করেছে ৪৭ হাজার ৬৩২ জন যা গতবর্ষে ছিল ৪৫ হাজার তিনজন। আসন সংখ্যা দুই হাজার ৩৭৮টি। আসন প্রতি লড়বে ২০ জন যা আগে ছিল ১৮ জন।

ভর্তি পরীক্ষায় ঢাকার বাইরের কেন্দ্রগুলো হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয় (৬ হাজার ৩৭৭ জন), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (২ হাজার ৮৫২ জন), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৫ হাজার ৭২ জন), খুলনা বিশ্ববিদ্যালয় (৫ হাজার ২০৪ জন), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৯২১ জন), বরিশাল বিশ্ববিদ্যালয় (১ হাজার ৭৪১ জন), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (৬ হাজার ৬১৫ জন)।

শুক্রবার অনুষ্ঠিত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল দ্রুত সময়ের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন ‘ক’ ইউনিট পরীক্ষার সমন্বয়ক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মিহির লাল সাহা।

তিনি বলেন, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। সবার সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে। আমরা দ্রুত সময়ে ফল প্রকাশের চেষ্টা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here