রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলা সদরের ষ্টেশন রোডের প্রায় দুই শত সরকারি ষ্টল বছরের পর বছর লিজগ্রহীতারা মধ্যস্বত্ত্বভোগী হিসেবে ভাড়াটিয়া বসিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কেউ কেউ বেআইনি ভাবে এর পজেশনও বিক্রি করে দিচ্ছে। ফলে নতুন মলিক ও ভাড়াটিয়াদের সাথে সৃষ্ঠি হচ্ছে দ্বন্ধ। এধরণের একজন ভাড়াটিয়া মো. জলিল ফকির। তিনি জানান স্টলের লিজ গ্রহীতা আব্দুল মন্নান খানের কাছ থেকে ১১ বছর আগে এ ষ্টল ভাড়া নিয়ে ব্যাবসা চালিয়ে আসছেন। সম্প্রতি আব্দুল মান্নানের স্ত্রী দিলারা বেগম লিজ নেয়া স্টলের পজেশন বেআইনি ভাবে অন্যের কাছে বিক্রি করে দেয়। তাকে স্থানীয় কাউন্সিলর এবং পুলিশের সহায়তার জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায়। দোকানি আব্দুল জলিল পজেশন কিনতে চাইলেও তাকে দেয়া হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, এ ঘটনাটি নিয়ে আদালতে একটি মামলা হয়েছে, আদালত যে সিদ্ধান্ত দিবেন সে অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে। এছাড়া এ ধরনের অন্যকোন অভিযোগ পাওয়া গেলে খতিয়ে দেখবেন বলে জানান তিনি। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনের কথা বলতে রাজি হয়নি ওই সড়কের লিজ গ্রহীতা কেউ।