ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, নিহত বেড়ে ১০০

0
460

খবর৭১ঃ দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে কারগারের মধ্যে দুই সন্ত্রাসী গোষ্ঠীর দাঙ্গায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আহত রয়েছেন অর্ধশতাধিক। কর্তৃপক্ষ বলছে, দেশটির কারা ইতিহাসে এটিই সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।

চলতি বছরে এটি তৃতীয়বারের মত রক্তক্ষয়ী দাঙ্গা। দেশটির গুয়াস প্রদেশের একটি কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি গ্যাংগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেড়েছে।

রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কারাগারটিতে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের কারণে সতর্কতা জারি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দাঙ্গার ঘটনা শুরু হলে পুলিশ ও সামরিক বাহিনী অভিযান শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মানবাধিকার সংস্থা আইএসিএইচআর কারাগারের সহিংসতার নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

কারাগারে দাঙ্গায় দেশটিতে গত ফেব্রুয়ারিতে ৭৯ এবং জুলাইয়ে ২২ জন মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here