চকবাজার থানা ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

0
739

মোঃ জাকির হোসেন: মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ চকবাজার থানার ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজধানীর চকবাজার থানার নাজিম উদ্দীন রোড নবাব বাগিচায় ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির নেতাকর্মীরা কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন। এর পূর্বে আলোচনা সভা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্থতা ও দেশ জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।  জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা – ৭ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৭ নং ওয়ার্ডের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি সরফুদ্দিন আহমেদ সেন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিস আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ডক্টর ওমর বিন আবদুল আজিজ তামিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন খান আজম,চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রাডো,২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল রহমান বাবলা, বৃহত্তর লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ খোকন, বৃহত্তর লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল হোসেন, বাংলাদেশ ছাএলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য জামাল আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভা পরিচালনা করেন ২৭ নং ওয়ার্ড বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদক সাবির আলী লোদী (পিন্টু)। অনুষ্ঠানে আলোচনায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে একযোগে কাজ করারও আহবান জানান নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here