বিরামপুর প্রেসক্লাবের উপ-নির্বাচনে নির্বাচিত সভাপতি হলেন ডঃ নূরুল ইসলাম

0
392

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের অন্যতম গুরুত্বপূর্ণ বিরামপুর প্রেসক্লাবের উপ-নির্বাচনে ব্যালটের মাধ্যমে নির্বাচনে অধ্যক্ষ ডক্টর মোঃ নূরুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিরামপুর প্রেসক্লাবের কার্য্যনির্বাহী কমিটির সভাপতি শাহীনুর আলমের সড়ক দূর্ঘনায় মৃত্যু জনিত কারণে সভাপতির পদ শূন্য হয়। গঠনতন্ত্র অনুযায়ী এ পদে (২৩ সেপ্টেম্বর) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিরামপুর প্রেসক্লাবের (অস্থায়ী কার্যালয়) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ২ জন প্রার্থীর মাঝে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিরামপুর প্রেসক্লাবের মোট ভোটার ৩২জন। ৩২জন ভোটারের মধ্যে সকলেই র্নির্ভূলভাবে তাদের ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে নির্বাচনে ফলাফলে স্থানীয় বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মোঃ নূরুল ইসলাম ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত,তদন্ত (ওসি) মতিয়ার রহমান অস্থায়ী প্রেসক্লাবের কার্যালয়ে এসে নব-নির্বাচিত সভাপতি ডক্টর মোঃ নূরুল ইসলাম কে পুষ্পমাল্য পরিয়ে অভিনন্দন জানান।

এসময় দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী এক বার্তার মাধ্যমে অভিনন্দন জ্ঞাপন করেন।

উক্ত উপ-নির্বাচন পরিচালনার ছিলেন, ডাক্তার নুরুল হক, প্রভাষক মশিহুর রহমান, মাহাবুর রহমান,শাহ আলম মন্ডল, মোস্তাফিজুর রহমান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here