বিশ্বে ক্ষুধা মোকাবেলায় ১০ বিলিয়ন ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

0
318

খবর৭১ঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে মঙ্গলবার শুরু হয়েছে সংস্থাটির সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন। অধিবেশনে শুরুতে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের পর সদস্য দেশগুলোর মধ্যে প্রথম বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এরপর বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তব্যে তিনি বলেন, বিশ্বে ক্ষুধা নিবারণের জন্য যুক্তরাষ্ট্র ১০ বিলিয়ন ডলার ব্যয় করবে। সূত্র: সিএনএন।

জো বাইডেন বলেন, ‘বর্তমানে বিশ্বে প্রতি তিনজনে একজন পর্যাপ্ত খাবার পায় না। গত বছর যুক্তরাষ্ট্র অঙ্গীকার করেছে যে, অপুষ্টি মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে। আমরা নিশ্চিত করতে চাই যে, বিশ্বের সব প্রান্তের মানুষ যেন খাবার পায়। এই সমস্যার টেকসই সমাধান যেন করা যায়।’

এ সময় তিনি ঘোষণা করেন, ক্ষুধা নিবারণ ও খাদ্য পদ্ধতিতে দেশে এবং দেশের বাইরে ১০ বিলিয়ন ডলার ব্যয় করবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘আমরা বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে চায়। যাতে করে যেকোনো একটি দেশ কৃত্রিমভাবে সুবিধা না নিতে পারে। প্রতিটি দেশের ন্যায্যভাবে প্রতিযোগিতা করার অধিকার আছে।’

করোনাভাইরাস নিয়ে জো বাইডেন বলেন, ‘বর্তমানে বিশ্বের অনেক সমস্য অস্ত্র, গোলাবারুদ দিয়ে মোকাবেলা করা সম্ভব না। বোমা ও ‍বুলেট আমাদের করোনা থেকে রক্ষা করতে পারে না। এই মহামারি মোকাবেলায় আমাদের যৌথ প্রচেষ্টা দরকার। করোনা মোবাবেলায় আমাদের অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে। এছাড়া করোনা পরীক্ষা ও চিকিৎসা পদ্ধতিতে উন্নতি করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here