খবর৭১ঃ পাকিস্তান, ভারত, বাংলাদেশের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এইউন মরগানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল দিয়েছে ইসিবি। স্কোয়াডে চমক হিসেবে আছেন টাইমাল মিলস। চার বছর আগে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছিলেন তিনি। ইনজুরির কারণে ছিটকে যাওয়া পেসার জফরা আর্চারের জায়গায় খেলবেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িকভাবে অলরাউন্ডার বেন স্টোকসের বিরতিতে কপাল খুলেছে ক্রিস ওকসের। স্কোয়াডে ঠাঁই পেলেন তিনি।
পেস আক্রমণ সাজানো হয়েছে দুই বাঁহাতি স্যাম কারান ও ডেভিড উইলিকে দিয়ে। এছাড়া ক্রিস জর্ডান ও মার্ক উডকেও রাখা হয়েছে ।
স্পিন বিভাগে আদিল রশিদ ও মঈন আলীই অটোচয়েজ বলা যায়। এছাড়া চলতি বছর পাকিস্তানের বিপক্ষে ৪২ বলে সেঞ্চুরি হাঁকানো অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন আছেন ইংলিশ বিশ্বকাপ দলে।
টপঅর্ডার ব্যাটিংয়ে আছেন জেসন রয়, জনি বেয়ারস্টো, জস বাটলার ও দাভিদ মালান।
স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন তিন ক্রিকেটার।
বিশ্বকাপে ইংল্যান্ড দল :
এইউনয মরগান (অধিনায়ক), জোনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, দাভিদ মালান, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
স্ট্যান্ডবাই- টম কারান, লিয়াম ডসন, জেমস ভিন্স।