ঝুমন দাসের মুক্তির দাবিতে সৈয়দপুরে উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ও মানববন্ধন

0
380

সৈয়দপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক নিপীড়নের শিকার, ডিজিটাল আইনে গ্রেফতার ঝুমন দাসের মুক্তির দাবিতে আজ বুধবার নীলফামারীর সৈয়দপুরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সৈয়দপুর শাখার আয়োজনে ওই কর্মসুচি পালন করা হয়।
সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে বেলা ১১ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সদস্য ইফফাত জাহান কলি’র সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য কাজী আবুল হাসনাত, উদীচীর সৈয়দপুর শাখার সহ সভাপতি সফিউল আলম রঞ্জু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সৈয়দপুর শাখার নেতা কমরেড রুহুল আলম মাস্টার প্রমুখ। সংগঠনটির সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক অপু বিশ্বাস সমাবেশ সঞ্চালনা করেন । এতে উদীচীর সদস্যরা ছাড়াও শহরের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here