জগন্নাথপুর প্রতিনিধিঃ
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গরু চুরির মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের ওয়াহিদ উল্লা (৭২), কালা শাহ (১৮), সাহিদ আলী (২৫) ও দিরাই উপজেলার জগদল গ্রামের সাজিদুর রহমান (২৫)। এ সময় চুরি যাওয়া ৪টি গরু উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার গরুসহ গ্রেফতারকৃতদের দিরাই থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামে অভিযান চালিয়ে দিরাই থানায় দায়েরকৃত গরু চুরির মামলায় ওই ৪ আসামিকে গ্রেপ্তার করে।
জগন্নাথপুর থানার এস আই মির্জা শাফায়েত জানান, আসামিদেরকে চোরাইকৃত গরুসহ দিরাই থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।