পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ করায় বিবাদীরা বাদী ও বাদীর ভাইকে বিভিন্ন ধরণের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় বিবাদীদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, গত ৯ আগস্ট ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত ছবেদ আলী গাজীর স্বামী পরিত্যাক্তা অসহায় মেয়ে শাহানারা খাতুনের ২৭/২৮ কেজি ওজনের একটি খাসি ছাগল চুরি হয়ে যায়। এ ঘটনায় শাহানারা ভিলেজ পাইকগাছা গ্রামের লুৎফর রহমান সানা ও তার স্ত্রী নাছিমা বেগম এবং পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালী গ্রামের নাজমা বেগমকে বিবাদী করে ১৭ আগস্ট থানায় লিখিত অভিযোগ করে। থানায় অভিযোগ করায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে প্রথমে বাদী শাহানারা বেগমকে হুমকি দেয়। পরবর্তীতে মুঠোফোনে ১৫ আগস্ট বিবাদীর জামাতা বাবু এবং ১৮ আগস্ট বিবাদী নাজমা বেগমের ছেলে বাদশা সানা মুঠোফোনে বাদীর ভাই মোকলেছুর রহমানকে খুন জখম করিবে মর্মে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় শাহানারা খাতুন পুনরায় বিবাদীদের বিরুদ্ধে ২৭ আগস্ট থানায় সাধারণ ডায়েরী করে, যার নং- ১৫৪১।