অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে লক্ষ্মীপুরে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মঙ্গলবার সকালে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অগ্রসেনানী, মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টর কমান্ডার ( জেড ফোর্সের অধিনায়ক) বীর উত্তম মেজর জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমানের মৃত্যুর ৪০ বছর পর তাকে নিয়ে টানা হেঁচড়ার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর জেলা সিনিয়র আইনজীবী মোহাম্মদ শামছুল আলম, এডভোকেট হাসিবুর রহমান, এডভোকেট সৈয়দ ফখরুল আলম নাহিদ, এডভোকেট তোফাজ্জল হোসেন, এডভোকেট মহসিন কবির স্বপন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহীন, এডভোকেট শিপন, এডভোকেট আমজাদ, এডভোকেট সোহেল মাহমুদ, অ্যাডভোকেট হুমায়ুন কবির প্রমুখ।
এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ আইনজীবী ফোরাম লক্ষীপুরের বিক্ষোভ-সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহমেদ ফেরদাউস মানিক।
বক্তারা এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।