পাইকগাছায় কিশোরীকে শ্লীলতাহানি করার অপরাধে এক বছরের কারাদন্ড

0
193

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে শ্লীলতাহানি করার অপরাধে রুস্তম আলী মোড়ল (২৬) নামে এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলার গদাইপুর গ্রামের জনৈক ব্যক্তির ৫ম শ্রেণি পড়ুয়া কিশোরী মেয়ে কোচিং থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চরমলই গ্রামের আলী আকবর মোড়লের ছেলে রুস্তম আলী মোড়ল কিশোরী ওই মেয়েকে শ্লীলতাহানি ঘটায়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী রুস্তম আলী মোড়লকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here