আশাদুজ্জামান, ঠাকুরগাঁও: শোকাহত আগস্টকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার(২২ আগস্ট) ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ অফিস কার্যালয়ে কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিন ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আজাহারুল ইসলাম, সাধারন সম্পাদক হিমুন সরকার প্রমু্খ, সহ নতুন কমিটি নেতা কর্মীরা।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, রক্তদান কর্মসূচি সবার জন্য উন্মুক্ত ছিল। এতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। কর্মসূচিতে স্বেচ্ছায় প্রদান করা রক্তের ব্যাগগুলো ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কাছে হস্তান্তর করা হবে বলে নেতাকর্মীরা জানায়।