খবর৭১ঃ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। বৃহস্পতিবার স্থানীয় সময় ৯টা ৫২ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
কাবুল থেকে ১২২ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৯২ কিলোমিটার।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।