তালেবানের হাতে সপ্তম প্রাদেশিক রাজধানীর পতন

0
208

খবর৭১ঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ফারাহ প্রদেশের ফারাহ শহর দখল করেছে তালেবান। বার্তা সংস্থা এএফপি জানায়, আজ মঙ্গলবার স্থানীয় এক আইনপ্রণেতার বরাতে এ তথ্য জানা যায়। এ নিয়ে শুক্রবার থেকে সাতটি প্রাদেশিক প্রদেশের নিয়ন্ত্রণ নিল তালেবান। দেশটিতে মোট ৩৪টি প্রদেশ রয়েছে।

ফারাহ প্রাদেশিক কাউন্সিলের সদস্য শাহলা আবুবার বলেন, আজ বিকেলে সরকারি বাহিনীর সঙ্গে সামান্য লড়াইয়ের পর ফারাহ শহরে ঢুকে পড়েন তালেবান যোদ্ধারা। তাঁরা গভর্নরের অফিস ও পুলিশের সদর দপ্তর নিয়ন্ত্রণে নিয়েছেন।

এদিকে তালেবান যোদ্ধারা গতকাল আফগানিস্তানের উত্তরাঞ্চলে দখলকৃত অঞ্চলের নিয়ন্ত্রণ আরও মজবুত করেছেন। ওই এলাকায় বাসিন্দারা নিরাপদ আশ্রয় খুঁজছে। অন্যদিকে উত্তরের বড় শহর মাজার-ই-শরিফের কাছাকাছি চলে এসেছেন তালেবান যোদ্ধারা। তবে এ শহর সুরক্ষায় প্রাণপণ লড়াই করার ঘোষণা দিয়েছেন সরকারপন্থী কমান্ডার আতা মোহাম্মদ নূর।

তালেবানের হামলার মুখে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আঞ্চলিক কমান্ডারদের কাছে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গনি সরকারকে নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরই করতে বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here