খবর৭১ঃ দেশব্যাপী চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম বিষয়ক অতীব জরুরি দিকনির্দেশনাসমূহ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ১২ আগস্টের পর সারা দেশে মডার্না ভ্যাকসিনের ১ম ডোজ দেওয়া বন্ধ ও ২য় ডোজ দেওয়া শুরু করতে হবে। তবে যেসব স্থানে মডার্না ভ্যাকসিনের ১ম ডোজ উদ্বৃত্ত আছে সেখানে দ্রুত ১ম ডোজ দেওয়া শেষ করে ২য় ডোজ দেওয়া শুরু করতে হবে। চাহিদা মতো সারা দেশে মডার্না ভ্যাকসিনের ২য় ডোজ শিগগিরই পাঠানো হবে।
১৪ আগস্ট থেকে সারা দেশে অবশ্যই সিনোফার্ম ভ্যাকসিরেন ২য় ডোজ দেওয়া শুরু করতে হবে।