খুলনা বিভাগে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

0
200

খবর৭১ঃ
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২৪ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৯১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে পাঁচ, খুলনায় তিন, বাগেরহাট ও ঝিনাইদহে দুজন করে; সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

এর আগে রোববার বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে ৬১২ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এতে দেখা যায়, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে। তবে বেড়েছে শনাক্তের হার।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত এক লাখ ৪০৫ জন। মারা গেছেন দুই হাজার ৬৮১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৫৫২ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here