গ্রিসে আগুন নিভাতে গিয়ে বিমান বিধ্বস্ত

0
211

খবর৭১ঃ গ্রিসে দাবানল নিভাতে গিয়ে একটি দমকল বিমান বিধ্বস্ত হয়েছে।

দেশটির জাকিনথস দ্বীপে রোববার বিমানটি বিধ্বস্ত হয়, তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন এর পাইলট। খবর রয়টার্স ও ডেইলি সাবাহর।

বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রিসের ১৫৪টি স্থান দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে মারা গেছেন দমকলকর্মীসহ দুজন। এখন পর্যন্ত দগ্ধ হয়েছেন কমপক্ষে ২০ জন।

আগুন থেকে বাঁচতে ঘর ছেড়ে পালিয়েছেন শত শত গ্রিক নাগরিক। গত ১০ দিনের দাবানলে এক লাখ ৪০ হাজার একর জমি পুড়ে ছাই।

রোববারও দাবানলের ভয়াবহ আগুন নেভাতে মরিয়া দমকল বাহিনীর ১৪৫০ সদস্য।

গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়িতে আগুনে পুড়ে যাওয়ায় হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

দাবানল থেকে সৃষ্ট এ আগুন নেভাতে ২০০ কর্মী পাঠিয়েছে ইউক্রেন। রোমানিয়া পাঠিয়েছে ২৩ দমকল গাড়ি এবং সাতটি দমকল বিমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here