মিজানুর রহমান মিলন, সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে আজ রবিবার (৮আগস্ট) নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে “সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায়প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য বলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী।
এতে বিশেষ অতিথির বক্তব্য বলেন সৈয়দপুর নবাগত সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য বলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানী খান মজলিস ও সাংবাদিক এম আর আলম ঝন্টু।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা গৌরাঙ্গ প্রসাদ রায়. উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায় ও দুস্থ নারীর মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া চারজন অসহায় ও দুস্থ নারীকে দুই হাজার টাকা প্রদানের জন্য নাম তালিকাভূক্ত করা হয়। এ সব সু্বিধাভোগী অসহায় ও দুস্থ নারীরা ‘নগদ’ এর মাধ্যমে ওই অর্থ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।