খবর৭১ঃ
সুখী সুখী চেহারার কোনো নারীকে দেখলে নিজেকে সামলাতে পারেন না তিনি। ‘সুখী নারীদের’ একদম শেষ করে দিতে ইচ্ছা করে তার। তাই একটি কমিউটার ট্রেনে ছুরি দিয়ে অন্তত ১০ জনকে আহত করেছেন এক ব্যক্তি। আহতদের মধ্যে পাঁচজন নারী।
জাপানের রাজধানী টোকিওতে স্থানীয় সময় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় পুলিশ শনিবার ইউসুকি সুশিমা নামে ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিতে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর পুলিশের কাছে ‘সুখী নারীদের’ হত্যাচেষ্টার বিষয়টি স্বীকার করেছে তিনি।
এই ঘটনায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মেয়েটির পিঠে আর বুকে বেশ কয়েকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। আহত অন্যদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
ইউসুকি পুলিশকে জানিয়েছেন, ছয় বছর আগে তার মধ্যে সুখী নারীদের হত্যার করার প্রবণতা তৈরি হয়। পুলিশ এই ব্যাপারে গণমাধ্যমের কাছে বিস্তারিত কিছু জানায়নি।
সহিংস অপরাধের ঘটনা জাপানে খুব বেশি দেখা যায় না। তবে দেশটিতে মাঝে মাঝে ছুরি দিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের ওপর হামলার ঘটনা ঘটে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।