মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
নীলফামারীর সৈয়দপুরে খেলা দেখার জন্য টিভিতে ডিসলাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যূৎস্পর্ষে দুই সন্তানের জনক মানিক হোসেন বাবু (৪২) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ঢেলাপীর রেলঘুমটি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের পারিবারিক ও এলাকাবাসি সুত্রে জানা গেছে উল্লিখিত এলাকার আব্দুল বারী’র ছেলে দিনমজুর মানিক হোসেন ওরফে বাবু (৪২) ঘটনার দিন শুক্রবার রাতে মানিক হেসেন বাবু তার বাড়িতে ঘরে বসে টেলিভিশনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট খেলাটি দেখছিলেন। এ সময় হঠাৎ ঝড়োগতিতে বৃষ্টি শুরু হলে বিদ্যূৎ চলে যায়। এ অবস্থায় বাবু টিভির ডিসলাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে রাত সাড়ে ১০ টার দিকে বিদ্যূৎ এলে ক্রিকেট খেলার দেখার জন্য আবারও টিভিতে ডিসলাইনের সংযোগ দেওয়ার সময় আকস্মিক বিদ্যূতায়িত হয়ে পড়েন তিনি। ঘটনাটি টের পেয়ে তার পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে গিয়ে যান। কিন্তু সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত. বাবু’র স্ত্রী , এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
এদিকে, বাবু’র মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবারের সদস্যদের মাঝে শোকে ছাড়া নেমে এসেছে। আজ সকালে তার বাড়িতে গিয়ে দেখা যায় উপার্জন করা মানুষকে হারিয়ে তাঁর পরিবারের লোকজন একেবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ সময় তার পরিবারের সদস্যদের আহাজারিতে গোটা এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে। তার পরিবারের সদস্যদের আর্তনাতে সেখানে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেনি। আজ শনিবার বেলা ১১টায় মরহুমের জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।