বিরামপুরে কর্মহীনদের মাঝে নগদ অর্থ প্রদান

0
269

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেওয়া  অর্থ দিনাজপুর জেলার বিরামপুরে দিওড় ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে ৭০০ অসহায় দুস্থ, গরীব, ক্ষতিগ্রস্থ পরিবার ও কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির (জিআর) আওতায় প্রত্যেক পরিবাকে নগদ অর্থ ৫০০ টাকা প্রদান করা হয়েছে।

৪ আগষ্ট বুধবার দুপুরে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নগদ অর্থ অসহায়, দুস্থ, গরীব, ক্ষতিগ্রস্থ পরিবার ও কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের মাঝে নগদ অর্থ প্রদান কর্মসূচি (জিআর) উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক এমপি।

এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, অফিসার ইনচার্জ (তদন্ত) মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, উম্মে কুলসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম শাহিন, সম্পাদক মশিহুর রহমান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, ইউপি সদস্যগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী জানান, বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নে ৪ হাজার ৯’শ জনকে ৫’শত টাকা করে মোট ২৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here